১.ইপিআই কভারেজ হার (এমআর) উন্নীতকরণ অর্থাৎ বাদ পড়া শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা ।
২.যক্ষা সনাক্তকরণ হার উন্নীতকরণ
৩.সিভিল সার্জন, কুমিল্লা কার্যালয়ের অধীন সকল জনবলের অনলাইন ডাটাবেইজ তৈরীকরণে সহায়তা করা
৪.মনিটরিং রির্পোট বাস্তবায়ন করা
৫.সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
৬.প্রতি হাজার জীবিত জন্মে নবজাতক ও ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুহার যথাক্রমে ১৬.৮ ও ৩০.৮ এ হ্রাস
৭.প্রতি লক্ষ জীবিত জন্মে মাতৃমৃত্যু হ্রাস করণসহ মা ও শিশু স্বাস্থ্য সেবা জোরদার করণ।
৮.ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।
৯.কোভিড-১৯ মোকাবেলায় বিভিন্ন সরকারি বিভাগ ও বেসরকারি স্বংস্থার সাথে সম্বনয় করে অতিমারী মোকাবেলা করন ।
১০.জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাদ পড়া ও ঝড়ে পড়া শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসা ইপিআই কভারেজ হার (এমআর) ১০০% উন্নীতকরণ এবং মুজিব কর্ণার ও গ্রন্থাগার স্থাপন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস