Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ:

জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিগত বছরগুলোতে স্বাস্থ্য খাতে তিতাস উপজেলায় ব্যাপক উন্নতি এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। জাতীয় পর্যায়ে শিশু মৃত্যু হার হ্রাস এর পাশাপাশি উপজেলা পর্যায়ে শিশু মৃত্যু হার হ্রাস পেয়েছে । সম্প্রসারিত টিকাদান কর্মসূচির কভারেজ ৯৯% এ উন্নীত হয়েছে, যা ২০১৯-২০২০ সালে ছিল ৮৮.৭%।  মাতৃ মৃত্যু হ্রাস পেয়ে বর্তমানে প্রতি লক্ষ্যে জীবিত জন্মে ১৭০-এ দাঁড়িয়েছে, যা ২০১৪ সালে ছিল ১৯৪। তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ২০২০-২০২১ অর্থবছরে মাতৃ মৃত্যু শূন্য । ম্যালেরিয়া, যক্ষা এবং এইচআইভি সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিতাস উপজেলায় গ্রামীণ জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকল্পে ২০(বিশ) টি কমিউনিটি ক্লিনিক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম ও উপকরণ প্রদান, বিনামূল্যে ঔষধ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় মাঠ পর্যায় থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে ।  কোভিড-১৯ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ১৩ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওর্য়াড স্থাপন করা হয়েছে এবং উক্ত পরিচালনার জন্য ২২ টি অক্সিজেন কনসেনট্রেটরসহ অন্যান্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি কোভিড-১৯ রোগীদের সেবার নিমিত্তে সরবরাহ করা হয়েছে । তিতাস উপজেলার মোট জনগোষ্ঠীর ৬৫% জনগনকে কোভিড-১৯ প্রথম ডোজের টিকা ও মোট জনগোষ্ঠীর ৬০% জনগনকে কোভিড-১৯ দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হয়েছে । এক্স-রে সেবা জনগনের দোরগোড়ায় পৌছানোর জন্য উপজেলা পরিষদের অর্থায়নে নতুন একটি এক্স-রে মেশিন স্থাপন করা হয়েছে ।